নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী জেসমিনের বিয়ে বন্ধ করলো প্রশাসন।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলার নাগশোষা গ্রামের রফিকুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে জেসমিন আকতারের আজ সোমবার একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের সাথে বিয়ের আয়োজন চলছিল।
এ ঘটনার খবর পেয়ে লালপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সাদিয়া আফরিন বর যাত্রী আসার আগেই কনের বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেয়। এসময় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন এবং অভিভাবকের কাছ থেকে মুসলেকা নেন।
প্রাথমিক সমাপনি পরিক্ষার সার্টিফিকেট অনুয়ায়ী জেসমিনের জন্ম
তারিখ ৩ মে ২০০৪ এবং বর্তমানে সে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ ম
শ্রেনীর ছাত্রী।
অভিযানের সত্যতা নিশ্চিত করে
সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন সাংবাদিক দের জানান, বাল্য বিবাহ বন্ধ
করে অভিভাবকদের কাছে থেকে মুসলেকা নেয়া হয়েছে এবং পুনরায় বাল্য বিবাহের
অপচেষ্টা করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছি।
এছাড়া জেসমিনকে বাল্য বিবাহের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে বাল্য বিবাহ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০