লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার হাড় ভাঙ্গা চিকিৎসার গ্রাম খ্যাত ইসলামপুর গ্রামের কবিরাজি হাড় ভাঙ্গা চিকিৎসা কেন্দ্রে গুলোতে যৌথ অভিযান চালিয়ে সেটি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়। নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা সিভিল সার্জন ডা. কাজি মিজানুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, বড়াইগ্রাম
সার্কেল এসপি খায়রুল আলম, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম শাহাবুদ্দিন, আর এম ও সুরাজ্জান শামিম, লালপুর থানার ওসি সেলিম রেজা। অভিযান শেষে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, এ চিকিৎসা পদ্ধতি বিজ্ঞান সম্মত নয়, চিকিৎসা ক্ষেত্রে এ পদ্ধতি গ্রহনযোগ্য নয়, তাই আজ
থেকে কবিরাজি এ চিকিৎসা বন্ধ থাকবে। পরবর্তিতে যেন কবিরাজরা আর চিকিৎসা দিতে না পারেন তার জন্য তিনি পুলিশকে নির্দেশ প্রদান করেন। অভিযানে চিকিৎসা কেন্দ্র গুলোতে কোন রোগি বা চিকিৎসা কেন্দ্রের মালিককে পাওয়া যায়নি। এ গ্রামে শতাধিক কবিরাজ বাড়ি রয়েছে। যেখানে কবিরাজি ভাবে হাড় ভাঙ্গা চিকিৎসা দেয়া হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০