নাটোরের লালপুরে শত্রুতা করে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানের পাঁচ শতাধিক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ নভেম্বর ) রাতে উপজেলার বিজয়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত জরিফ আলীর ছেলে।
বাগানের মালিক কামরুজ্জামান লাবলু জানান, আমি একজন ফল চাষি,বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আমার ১১ বিঘা জমির ফলজ বাগানের পাঁচ শতাধিক
উন্নতজাতের গৌরমতি, কার্টিমন আম ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া প্রভিতি ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, খবর পেয়ে বাগানটি পরিদর্শন করেছি, এটা একটি বিশাল ক্ষতি, সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার সেটা করব।
শেষ পর্যন্ত এঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০