লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পাঁচ রাউন্ড শর্টগানের গুলিসহ আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক আব্দুল মান্নান উপজেলার বিলমাড়ীয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বিলমাড়িয়ার কামারের মোড় এলাকায় অস্ত্র কেনা বেচার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফজলুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় লালপুর থানা পুলিশ। এসময় মান্নানকে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা হয়েছে এবং আটক মান্নানকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০