লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচীর আওতায় পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লালপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে গোপালপুর পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচীর আওতায় পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি , লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাম্যবাদী দলের নেতা বিরেন সাহা, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন,নাটোর জেলা তাঁতিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন রিপন প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে হলে প্রথমে নিজ ঘর, নিজ বাড়ি থেকে পরিচ্ছন্ন কাজ শুরু করতে হবে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হলে দেশ পরিচ্ছন্ন হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০