নাটোরের লালপুর উপজেলার গোপালপুর (আজিমনগর) রেলওয়ে স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। সে উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানা বিকালে আজিমনগর স্টেশনে লাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্লাটফর্মের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
দীর্ঘ দিন ধরে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে স্টেশন মাষ্টার না থাকার কারনে ও সিগনাল বাতি না জ্বলায় রেলে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া সম্প্রতি এক সাথে তিন জনের প্রাণহানি হয়েছে।
তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত স্টেশনটিতে-স্টেশন মাষ্টার নিয়োগের জোর দাবি জানিয়েছেন এলাকা বাসি।
বিএ?
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০