লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৫০) নামের চার্জার ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে।
এসময় আরিফ হোসেন (২৪) নামের ওই ভ্যানের অপর এক যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলার লালপুর - আব্দুলপুর সড়কের কচুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার লক্ষনবাড়িয়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সড়কে
সালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যান উক্ত স্থানে পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্ষা দিয়ে পালিয়ে যায়।
এতে ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই ইসলাম হোসেনের মৃত্যু হয় এবং আরিফ নামের অপর এক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অজ্ঞাত ওই ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০