লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সিএনজি ও তেলবাহী ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নামা (৩৫) এক ব্যাক্তি নিহত ও সিএনজির চালকসহ তিন জন আহত হয়েছে। রবিবার সন্ধা সোয়া ছয়টার দিকে উপজেলার লালপুর-নাটোর প্রধান সড়কের ওয়ালিয়া সেন্টার পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থাণীয় সূত্রে জানা যায়, বনপাড়া থেকে গোপালপুর গামী একটি সিএনজি ওই স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই ওই ব্যাক্তির মৃত্যু হয় এবং চালকসহ অপর তিন জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে লালপুর ও বনপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি তবে দুর্ঘটনার গাড়ি দুটি আটক করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০