লালপুর (নাটোর) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের লালপুরে শনিবার দুপুরে ভাগ্নের আঘাতে মামা দোয়াবর মন্ডল ওরফে দোয়ার (৫৭) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত দোয়া মন্ডল লালপুর উপজেলার জৈতদৌবকী গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামে পৈত্রিক জমি ও সীমানা নিয়ে দোয়াবর মন্ডল ওরফে দোয়ার সাথে বোন নাছিমা, ভগ্নিপতি আনজু ও ভাগ্নে নাসির ও টমাসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা নাটোর জজ কোটে চলমান আছে।
শনিবার দুপুরে উক্ত জমিতে সীমানা নির্ধারনী খুটি পোতা হচ্ছে জানতে পেয়ে ঘটনাস্থলে যান দোয়া মন্ডল। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে এলোপাথাড়ি মারপিট শুরু হয়। এক পর্যায়ে ভাগ্নে টমাস কাঠের বাটাম দিয়ে মামা আতা মন্ডলের পিঠে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। আহতাবস্থায় তাকে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতা মন্ডলকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আতা মন্ডলের বোন নাছিমা ও নাজমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোন নাছিমা ও নাজমা খাতুনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার ভগ্নিপতি ও ভাগ্নেরা পালিয়েছে। তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০