লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মেহগনি গাছ থেকে পড়ে রাউফুর হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর মহল্লার সাধু হাজির ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পার্শের একটি মেহগনির গাছে উঠে ধুমি ( এক ধরনের সবজি) পাড়তে। এ সময় গাছের ডাল ভেঙ্গে পাকা সড়কের উপর পড়ে যায়।
এতে সে মারাত্মক ভাবে আহত হয়। আহত রাউফুরকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। রাতে বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০