স্বামী সিরাজ উদ্দিন (৬০) অসুস্থ এবং শয্যাশায়ী, তাই সংসারের হাল ধরতে হয়েছে স্ত্রী বুলু খাতুনকে (৫৫)। বিষয় সম্পত্তি না থাকায় দিনমুজুরি করে চলাতে হয় সংসার।
কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় তার দেহে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বুলু খাতুন এ প্যাপিলারি কারসিনোমা থাইরয়েড এ আক্রান্ত। স্বামী -স্ত্রী দুজনেই অসুস্থ হওয়ায় তারা মানবেতর দিন যাপন করছের। তার উপর তার নিজের চিকিৎসার জন্য মাসে একবার কেমোথেরাপি দিতে হচ্ছে।
এজন্য প্রতি মাসে কমপক্ষে ২০-৩০ হাজার টাকার প্রয়োজন হচ্ছে। কিন্তু অসুস্থ এই দম্পতির পক্ষে এই চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা ও তাদের স্বজনরা।
এব্যাপারে সহযোগিতা করতে স্বামী সিরাজ উদ্দিন এর বিকাশ নম্বর ০১৭৬৩-০৭৭০৪৫ এবং সোনালী ব্যাংক লালপুর শাখার হিসাব নম্বর ৪৯০৮০০১০২৭৩৩০ নং এ সহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০