নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে করোনা উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তারা মারা যান। মৃত আকলিমা রালপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ওসমান মন্ডলের স্ত্রী।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস উপসর্গ নিয়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তিনি গত ২০ জুন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্ভি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টার সময় মৃত্যু হয় তার ।
মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে পরামর্শ দেয়া হয়। । এদিন আকলিমা সহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, উপসর্গ নিয়ে আকলিমা নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছ্ এছাড়া বাড়িটি লকডাউন করা সহ পরিবার সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, উপসর্গ নিয়ে আকলিমা নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছ্ এছাড়া বাড়িটি লকডাউন করা সহ পরিবার সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
খবর২৪ঘন্টা/এএইচআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০