লালপুরে একই স্থানে আ'লীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২০, ১:২২ পি.এম
লালপুরে একই স্থানে আ’লীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি
লালপুর ( নাটোর ) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিবাদমান দুটি একই স্থানে এবং একই সময়ে সভা আহ্বান করায় সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা যায়, গত সংসদ নির্বাচনের পর থেকে উপজেলায় আওয়ামীলীগের দুটি গ্রুপ স্পষ্ট হয়ে উঠে। এর একটি হল বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর গ্রুপ ও অপরটি সাবেক এমপি আবুল কালাম আজাদ এর সমর্থন পুষ্ট উপজেলা আওয়ামীলীগ গ্রুপ। গ্রুপ দুটি এখন পর্যন্ত একটি বর্ধিতসভা ছাড়া কোন মিটিং একসাথে করতে পারেনি। গ্রুপিং শুধু মূল দলেই নয় এর অঙ্গ সংগঠনেও স্পষ্ট। এরই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামীলীগ গ্রুপ ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথার সভাপতিত্বে
উপজেলার রামপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ওই ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য প্রস্তুতি সভা, চিঠি বিতরন, ব্যানার ও মঞ্চের কাজ সম্পন্ন করে। কিন্তু সোমবার ২১ ডিসেম্বর বিকেলে বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল সমর্থিত লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল কিছু ব্যক্তি নিয়ে ওই ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথার বাড়ির সামনে জড়ো হন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন বানচালের লক্ষ্যে একই সময়ে ও একই স্থানে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মেলনের নামে পরিকল্পিত ভাবে তৈরি চিঠিতে সভাপতিকে দিয়ে বল প্রয়োগ করে স্বাক্ষর করিয়ে নেন। উক্ত চিঠি প্রচারের মাধ্যমে উভয় পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘাত ও বিবাদের শঙ্কা তৈরি হয়। এরই প্রেক্ষিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি ২২
ডিসেম্বর মঙ্গলবার রাতে মাইকিংয়ের মাধ্যমে উক্ত ইউনিয়নে সকল ধরনের সভা সমাবেশ নিশিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।
এ ব্যাপারে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথা জানান, অসুস্থতার কারনে দীর্ঘ ১ বছর যাবৎ আমি দলীয় পোগ্রামে যেতে পারি না। দলের সকল কার্যক্রম সাধারন সম্পাদক করে, আমি পরিস্থিতির স্বীকার,
এর বেশি কিছু বলতে পারবো না।
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি ও লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে কারনেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০