নাটোরের লালপুরে ইয়াবাসহ আল আমিন (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর বাঘা উপজেলার পলাশী ফতেহপুর গ্রামের হাবলু শেখের ছেলে। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে উপজেলার নওপাড়া এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে রোববার সন্ধ্যার আগে নাটোর জেলার লালপুর থানাধীন নওপাড়া প্রাইমারী বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাস ও মাদক বিক্রির ১৫৫০ টাকা উদ্ধার করে। আটকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে আরো জানানো হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০