নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৫।
বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রেস ব্রিফিংএ র্যাব
জানায়, সু নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কাম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে গত বুধবার রাতে উপজেলার উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃৃতরা হলো: উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মদে পূর্ন (২৩), মোমিনপুর গ্রামরে মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মেহেরকয়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)। এসময় আটককৃতদের কাছ থেকে১ টি মোটরসাইকল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। উল্লখ্যে গত ১৩ ফেব্রুয়ারি সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ তাদের গ্রেপ্তার করে র্যাব।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০