লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার জনপ্রিয় নেতা, থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য, উপজেলা মোড় বণিক সমিতির সভাপতি ও লালপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়ার নামে মিথ্যা, ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবীতে উপজেলা মোড় বণিক সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতি যৌথভাবে উপজেলা মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করে। এছাড়াও ব্যাবসায়ীরা আধাবেলা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করে এবং দলিল লেখক সমিতি তাদের নেতার মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি কর্মসূচী ঘোষণা করে দলিল রেজিষ্ট্রিসহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে।
রোববার (১২ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে লালপুর উপজেলা পরিষদের সামনে নাটোর-লালপুর প্রধান সড়কে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রান্টু, হাতেম আলী, জাফর আলী প্রমূখ। বক্তারা বলেন, মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কাজের সাথে সম্পৃক্ত আলমগীর হোসেন মিঠু দীর্ঘ দিন ধরে দলিল লেখক সমিতিসহ বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। তার দাবী কৃত চাঁদা দিতে অস্মিকার করায় এবং তার
এহেন রকার্যকলাপের প্রতিবাদ করায় ধুরন্ধর আলশগীর হোসেন মিঠু গত ৯ আগষ্ট উল্টো সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূইয়ার নামেই লালপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করে। ওই দিনই ফিরোজ আল হক ভূঁইয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আবিলম্বে জনপ্রিয় নেতা, সৎ, নিষ্ঠাবান, বিশিষ্ট সমাজ সেবক, ফিরোজ আল হক ভূঁইয়ার নামে করা মিথ্য মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী করেন। সেই সাথে এহেন ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বণিক সমিতি সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত তাদের দোকান পাট বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচী পালন করে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০