ফলোআপ-
কলেজ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক নাটোরের লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিপ্লব হোসেনকে (৩৫) শোকজ করেছে কলেজ পরিচালনা কর্তৃপক্ষ।
ওই শোকজ নোটিশ বিপ্লব হোসেনের হাতে পৌঁছেছে বলে বুধবার (১২ অক্টাবর) সকালে নিশ্চিত করেছেন লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।
অধ্যক্ষ আব্দুল মাজেদ প্রতিবেদককে জানান, গভর্নিং বডির সভাপতি লালপুর উপজলা নির্বাহী অফিসারসহ সকল সদস্যদের সাথে জরুরীভাবে আলাপ করে ওই শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ নোটিশটি তার কাছে পৌঁছানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, শোকজের জবাব পেলে পরবর্তিতে প্রয়াজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিপ্লব হোসেন শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনাটি সম্পুর্ন সাজানো, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
এবিষয়ে, লালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, তাৎক্ষনিকভাব অভিযুক্ত ওই শিক্ষকক শোকজ নোটিশ পাঠানোর জন্য কলেজ অধ্যক্ষকে বলা হয়েছে এবং সেই মোতাবেক নোটিশ পাঠানো হয়েছে।
উল্লখ্য, গত শনিবার ওই শিক্ষককে উপজেলার মালপাড়া গ্রামের এক বাড়িতে কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটকের পরে মারধর করে এলাকাবাসি।
পরে ওই শিক্ষকের স্বজনেরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০