লালপুর (নাটোর) প্রতিনিধিঃ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটস কার্যক্রম পরিচালিত হওয়ায় নাটোরের লালপুর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে ঘোষনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলা শাখা আয়োজিত স্কাউটস সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোরের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সভাপতি শাহিনা খাতুন এ ঘোষনা দেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার কমিশনার এনামুল হক, নাটোর জেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটস এর সমন্বয়কারক রমজান আলী আকন্দ, জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, সহকারী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরীন,
ওসি তদন্ত তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও লালপুর উপজেলা স্কাউটস এর সহসভাপতি এস এম আসাদুর জামান, নাঈম উদ্দিন, শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস কমিশনার ইয়াকুব আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অধ্যক্ষ আকরাম হোসেন, হাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলা শাখার সম্পাদক
ফজলুর রহমান হেলালসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও স্কাউটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে সকালে বর্ণঢ্য র্যালি বের করা হয় এবং স্কাউটস কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য উপজেলার ১১২ টি প্রাথমিক, ৫৬ টি মাধ্যামিক ও ১৪ টি মাদ্রাসায় এক’শ ৯০ জন এডাল্ট লিডারের তত্বাবোধানে মোট চার হাজার চার শত ৮০ জনস্কাউটস শিক্ষার্থী রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০