খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মস্কোর ব্রোনিস্তি ট্রেনিং সেন্টারে বেস ক্যাম্প করা আর্জেন্টিনা দলের অনুশীলনে কাল যোগ দিয়েছেন এনসো পেরেজ। ম্যানুয়েল লানজিনি ইনজুরিতে পড়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পান গত আসরে দলের পক্ষে তিনটি ম্যাচ খেলা এই মিডফিল্ডার। জর্জ সাম্পাওলির প্রাথমিক স্কোয়াডে জায়গা হলেও ২৩ সদস্যের মূল দল থেকে বাদ পড়েছিলেন পেরেজ।
গত শুক্রবার স্পেনের ক্যাম্পে অনুশীলনের সময় লানজিনির ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে তার জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে ফেরেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। যদিও, ২০১৮ সালে একবারও আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়া হয়নি তার। তবে, অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের গুরুত্বপূর্ন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন রিভার প্লেট মিডফিল্ডার।
বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে ১৬ জুন মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে গত আসরের ফাইনালিস্টরা। এরপর, ২১ জুন নিঝনি নোভগোরোদে ক্রোয়েশিয়াকে মোকাবেলা করে ২৬ জুন সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০