আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীন সীমান্তের লাদাখে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেলসহ অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি একটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই।
এএনআই জানায়, লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলেও এএনআই জানিয়েছে। অপর এক প্রতিবেদনে এএনআই জানায়, লাদাখের সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সৈন্য হতাহত হয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে রূপ নেয়। এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সৈন্যরা সংঘাতে জড়ায়।
অন্যদিকে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশের অভিযোগ এনেছে বেইজিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেন, ভারতীয় সৈন্যরা সোমবার অন্তত দুইবার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের পর চীনা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এ কারণে দু'পক্ষের সৈন্যদের মধ্যে গুরুতর শারীরিক সংঘাত হয়েছে।তিনি আরো বলেন, আমরা আবারো আন্তরিকভাবে অনুরোধ করছি, বর্তমান দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ভারত তাদের সম্মুখসারির সৈন্যদের সংযত করবে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০