আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত লাদাখের গলওয়ান উপত্যকায় এবার যুদ্ধবিমান নামাতে শুরু করেছে দেশটির বিমান বাহিনী। এরইমধ্যে লে ও শ্রীনগরের বিমান ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান আর কে এস ভাদুরিয়া। দু’দিনের সফরে সেখানে গিয়েছেন তিনি।
চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির জেরে এরইমধ্যে ঘাঁটি দু’টিতে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করানো হয়েছে। এছাড়া চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে ভারতীয় বিমানবাহিনীকেও। যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেয়া হয়েছে তাদের।
সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর বিমান বাহিনীর এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার ১২টি সুখোই এবং ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। যা কিনতে মোট ৫ হাজার কোটি রুপি খরচ হবে। গত দু’দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর মূল অস্ত্র হল রুশ যুদ্ধবিমান সুখোই।
সীমান্তের সম্মুখ ঘাঁটিগুলোতে আনা হয়েছে স্কোয়াড্রন সুখোই। এছাড়া আগামী মাসেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমানও হাতে পারে তারা।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০