খবর২৪ঘণ্টা ডেস্ক: সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ বিকাল সোয়া চারটায় তাকে লাইফসাপোর্টে নেয়া হয় বলে মানবজমিনকে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি, এটি মোটেই শুভ লক্ষণ নয়। কাদের বলেন, তার (এরশাদের) ড্রাউজিনেস বেড়ে গেছে। প্রায় সময় ঘুমিয়ে আছেন। ডাক্তারদের মতে, ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে। সে কারণে উনার ঘুমের ভাব বেশি হয়েছে।
উনি এখন সচেতন অবস্থায় থাকছেন না, ঘুমিয়ে থাকছেন।এটা ডাক্তারদের কাছে ভালো মনে হচ্ছে না। গত ২৬শে জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০