খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি অপরাধীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
শুক্রবার এ হামলার খবর শোনার পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি ইরানি দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দিতে ব্রিটিশ পুলিশের প্রতি আহ্বান জানান। এরমধ্যে কয়েকজন হামলাকারী আটক হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন।
আরাকচির প্রতিবাদের পর ব্রিটিশ রাষ্ট্রদূত লন্ডন সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, দাঙ্গা পুলিশ দূতাবাস ভবনের ভেতরে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপর ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচেই নামিয়ে ফেলে। হামলার সময় ব্রিটিশ পুলিশ দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নি। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ এক টুইটার বার্তায় হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০