খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ব্যাটসম্যানদের ব্যর্থতায় মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় মাশরাফিরা। মাত্র ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারায় টাইগাররা। একে একে সাজঘরে ফিরে যান এনামুল (০), সাকিব (৮) ও তামিম ইকবাল (৫)।
এর পর মুশফিক-মাহমুদউল্লাহর ১৮ রানের জুটি ও মুশফিক-সাব্বির ২৩ রানের জুটিই বলে দেয় বাংলাদেশ কতটা বিপাকে পড়েছে। একমাত্র মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৫ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ৭ ও সাব্বির ১০ রানে ফিরে গেছেন। বিপদে হাল ধরতে পারেননি নাসিরও ফিরেছেন ৩ রানে। টেল এন্ডার মাশরাফি (০) , আবুল হাসান (৭) , রুবেল (০) ও মুস্তাফিজ (১) চার জনের ব্যাট থেকে সব মিলিয়ে এসেছে ৯ রান।
সব মিলিয়ে ২৪ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ৮২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ।লঙ্কানদের হয়ে সুরঙ্গা লাকমল ৩টি ও থিসারা পেরেরা, সাদাকান ও চেমারা ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে দিনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মাশরাফি বাহিনী।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০