খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের পুড়ে আহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হন কমপক্ষে পাঁচ জন। মঙ্গলবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের শেখ আমিন উল্যাহ পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ একই উপজেলার রিকশাচালক আবু ছায়েদ গুজারের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টায় রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে রান্না চলাকালীন হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে অবস্থানরত অনেকে আটকা পড়ে। এসময় শ্রমিক আহাদ মারা যায়। আহত হন মানিক হোসেন, সোহাগ হোসেনসহ পাঁচ জন।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০