খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হাইকোর্ট তলব করার পর লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জনের সঙ্গে হাতাহাতির পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে তাকে তলবের আদেশ দেন হাইকোর্ট।
এর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মুর্শিদুলকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, “জনস্বার্থে জারিকৃত এই আদেশে অবিলম্বে কার্যকর হবে।”
প্রশাসনে ওএসডি করাকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবেই দেখা হয়। শেখ মুর্শিদুলকে আগামী ১৩ ডিসেম্বর হাজির হতে হবে হাইকোর্টে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানকেও তলব করেছে হাইকোর্ট।
লক্ষ্মীপুরের সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফ মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০