খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ আনোয়ার সাদেক নামে একজন নিহত হয়েছেন, যিনি রোহিঙ্গা মাদক কারবারি বলে দাবি করছে র্যাব।
এ সময় মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন নামে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। দুজনই কক্সবাজার র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের সদস্য। সোমবার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা মাদক কারবারিরা। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
পরে ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সাদেক রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগী বলে জানা গেছে।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম গোলাগুলিতে এক মাদক কারবারির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০