নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে ৬৪ জনকে কারাদণ্ড ও ৩১ জনকে জরিমানা করা হয়েছে। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ৭ মে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ও মোহনপুর থানার কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৬ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৩৭ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯ জনকে ৮ হাজার ৪০০ টাকা জ রিমানা করা হয়।
এদিকে, সিপিসি-চঁাপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৩ জন মাদকসেবীকে আটক করে। পরে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২২ জন কে জ রিমানা করা হয়।
অপরদিকে নাটোরে ১৩ জনকে আটক করে জ রিমানা করা হয়। জয়পুরহাটে র্যাব ১৩ জন মাদকসেবীকে আটক করে। পরে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
খবর২৪ ঘন্টা/এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০