গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র্যাব পরিচয় দেওয়া ৫ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২০ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। এ সময় প্রতারকদের কাছ থেকে র্যাবের জ্যাকেট, ভুয়া আইডি, নৌ বাহিনীর ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাবনা জেলার নাজমুল হোসেন (২৬), টাঙ্গাইল জেলার নাহিদ হাসান (২৪), ঢাকা জেলার তাজুল ইসলাম (৫০), কুমিল্লা জেলার সুমন মিয়া (২৮) ও গাজীপুরের সুচিত্র রবি দাস (২৬)।
র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয় দেওয়া পাঁচ প্রতারককে আটক করা হয়েছে। তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাতো।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০