নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৩০ জন মাদকসেবীর জেল জরিমানা করা হয়েছে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৬ আগস্ট জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে গাঁজা, চোলাই মদ ও এ্যাম্পল ইঞ্জেকশনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর থানাধীন জোড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী
আসামী মোঃ হারুন-অর-রশীকে গ্রেফতার করে। সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে অভিযান চাণিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল জেলার আক্কেলপুর থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই জন মাদকসেবীকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০