নিজস্ব প্রতিবোদক :
র্যাব-৫ রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ২৮ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়েছে। গত ১১ জুন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন আসামীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জেলার ক্ষেতলাল থানাধীন বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ২ জন কে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকায় মাদক সেবনের স্পটে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ মাদকসেবীকে জেল দেওয়া হয়।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাট থানাধীন আব্দুল হালিম (৪৫) ও মোখলেছুর রহমান (৪৭) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০