নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫ এর চলমান মাদক বিরোধী অভিযানে ১৪ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে।
গত ৩১ মে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক সেবন করে জনসাধারনের স¦াভাবিক জীবন যাপনে ব্যাহত এবং গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে ১৪ জন মাদকসেবীকে হেরোইন, ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন মাদকসেবীকে জেল ও একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন শাহপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুশফিকুল ইসলাম নুটু কে ৪২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০