নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তাদের মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে চেম্বার জজ আদালতে। আজ সোমবার চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশের ওপর নো অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দদুস কাজল, নির্বাচন কমিশনের পক্ষে
ছিলেন অ্যাডভোকেট মাহ মঞ্জুরুল হক। চাঁদ ছাড়াও আরো চার প্রার্থীর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের অ্যাডভোকেট আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন। উল্লেখ্য, আবু সাইদ চাঁদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। জামিন পেলেও নতুন মামলায় আবার গ্রেফতার হচ্ছেন তিনি।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০