খবর ২৪ঘণ্টা ডেস্ক: সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজিউদ্দিন খান এমপি ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন সংসদে পাস হয়েছে। এর অনেকগুলো ধারা শ্রমিকের স্বার্থবিরোধী। আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে জামিন অযোগ্য করা হয়েছে।
তারা বলেন, দুর্ঘটনা মামলায় তদন্ত করে অপরাধী হিসেবে বিচারে ৩০২ ধারায় শ্রমিকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় গাড়ি চালান, তার উপর আবার বিচারে মৃত্যু। এটা মেনে নেয়া যায় না।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০