খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইতিহাসের সেরা হতে কে না চায়? ফুটবলারদের মধ্যে ইতোমধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু তিনিই বলছেন ‘ইতিহাসের সেরা’ হওয়ার তার কোনোই ইচ্ছে নেই। সেই সঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছেন, বর্তমান সময়ের তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিগত লড়াই নেই।
আর্জেন্টাইন অধিনায়ক শুধু ইতিহাসের সেরা নয়, সর্বকালের সেরাদের একজন হিসেবেই তাকে বিবেচনা করা হয়। যেখানে তার ক্যারিয়ারে ৫টি ব্যালন ডি’অরসহ রয়েছে অসংখ ট্রফি।
এত অর্জনের পরও মেসি জানালেন, ব্যক্তিগত কোনো কিছুই তার কাছে সেরা নয়, ‘আমার ইতিহাসের সেরা হওয়ার কোনো আগ্রহ নেই। আমি কখনোই প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ হতে লড়াই করিনি।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা মৌসুমেই আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। জয়ের চেষ্টা করেছি সতীর্থ ও নিজের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেয়ার চেষ্টা করেছি।’
রোনালদোকে ইঙ্গিত করে মেসি বলেন, ‘আমি কখনোই কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করিনি, কেননা ইতিহাসের সেরা হতে আমি খেলিনি। তবে প্রতি বছরই নিজের উন্নতি ও জয়ের চেষ্টা করেছি।’
আসছে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির আশা কি এমন প্রশ্নে, ‘অবশ্যই জাতীয় দলের হয়ে জয় বিশেষ কিছু। কারণ দলকে আমাদের কিছুই দেওয়া হয়নি।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০