খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দীর্ঘ দিন ধরে হাপানি রোগে ভুগছিলেন ময়না বেগম (৮০)। অবশেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকার রমিজ ভান্ডারির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নিজ ভাড়া বাড়ির বাথরুমে ঢুকে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন ওই নারী। পরে পরিবারের সদস্যরা বাথরুম থেকে আগুনে পোড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই দাফনের ব্যবস্থা করেন।
স্থানীয়রা ঘটনাটি সাভার মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন। তবে কী কারণে ওই নারী আত্মহত্যা করেছেন তার প্রকৃত কারণ জানাতে পারেনি নিহতের স্বজন বা এলাকাবাসী।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হাপানি রোগে ভুগছিলেন। প্রচন্ড শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০