খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সমুদ্রঘেরা শহর কানে বসে চলচ্চিত্রের এই জমকালো আয়োজন। আগামী ৮ মে বসছে এই উৎসবের ৭১তম আসর। আর এবারের আয়োজনেই নেয়া হয়েছে ভিন্ন ধরণের এক সিদ্ধান্ত।
কানের রেড কার্পেটে সেলফি নিষিদ্ধ। বিশ্বব্যাপী সেলফি এখন তুমুল জনপ্রিয় একটি বিষয়। সবাই সেলফি তুলতে পছন্দ করেন। কিন্তু এবারের কানে সেলফি তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আয়োজক।
সেলফি নিষিদ্ধ করার কারণ হিসেবে কান উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, রেড কার্পেটে সেলফি তোলার জন্য অযথা সেখানে সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া রেড কার্পেটে এমন ঘটনা হাস্যকর ও অদ্ভুত। তাই রেড কার্পেটে সেলফির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
উল্লেখ্য, ৮ মে শুরু হয়ে ১২ দিন ব্যাপী কান উৎসব চলবে ১৯ মে পর্যন্ত। এবারের কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে থাকবেন বরেণ্য অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০