রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। একই কারণে রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মাঈন উদ্দীন বলেন, করোনা ভাইরাস শঙ্কায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। করোনা আতঙ্ক না কাটা পর্যন্ত ক্লাসে আমরা ক্লাসে ফিরবো না।
রাবি শিক্ষার্থী আফিয়া বলেন, কেউ একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেটি ছড়াতে সময় লাগবে না। ভাইরাসটি ছড়িয়ে পড়লে কোনো পদক্ষেপে কাজ হবে না। আমরা করোনা নিয়ে বাড়ি যেতে চাই না। তাই করোনা আক্রান্তের আশঙ্কায় আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি সম্পূর্ণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত। তবে আমাদের বিভাগের অফিস নিয়মিত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিভাগের সকল কর্যক্রম অব্যাহত থাকবে।
করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে রাবির প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ না করলে সেটি শিক্ষার্থীদের ব্যাপার। সরকারি নির্দেশনা আসলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।
এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, ‘শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা এখনো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেইনি। রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কাজ চলবে’।
নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০