নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়া ডায়ানামিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। রুয়েটের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে শনিবার বিকেলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ প্রধান অতিথি থেকে নতুন ডায়ানামিক ওয়েব সাইট উদ্বোধন করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, রুয়েট
কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যান মামুনুর রশীদ, আবু সাঈদ সহ বিভাগীয় প্রধানবৃন্দ,শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রুয়েটের এ সাইটে ভিজিট করলে রুয়েট নতুন ডায়ানামিক ওয়েব সাইটের হাইপারলিক লিংক পাওয়া যাবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০