রাবি প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৯-২০২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ‘ক’ গ্রæপের ভর্তি পরীক্ষা সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ১১ টায় শেষ হয়। এছাড়া ‘খ’ গ্রপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২.১০ মিনিটে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯০৬০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছে।
এদিন সকালে রুয়েট উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আগামী ০৪ নভেম্বর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১২৩৫শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০