খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ হাবিনশুটি জানিয়েছেন, রুয়ান্ডায় পশ্চিমাঞ্চলে ভূমিধসে ১৫ জন এবং রাজধানী কিগালিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসেই রুয়ান্ডায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে মৃতের সংখ্যা অন্তত ২০০ জনে দাঁড়াল।
ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে চাপা পড়া স্বজনদের খোঁজে স্থানীয়রা মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
‘হাজার পাহাড়ের দেশ’ হিসেবে পরিচিত রুয়ান্ডা আফ্রিকার ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম।
গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস কাবোনেকা বলেছিলেন, সরকার যেসব এলাকাকে ‘উচ্চ ঝুকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে সেখানকার অধিবাসীদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সরকারি আদেশ না মানলে তাদের জোর করে সরানো হবে বলে জানিয়েছিলেন তিনি।
ভারি বৃষ্টিপাতে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, সোমালিয়া ও উগান্ডায়ও বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০