খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব। ফুটবল ভক্তদের কে না চায় এই ক্লাবটিকে একটি বার দেখতে। সেই ভাগ্যই আর কয়জনের বা জোটে। কেউ সুযোগ পাক আর না পাক, মাহিউদ্দিন মুহইয়াবিন ঠিকই রিয়াল মাদ্রিদে জায়গা করে নিলেন।
মাহিউদ্দিন মুহইয়াবিন বাংলাদেশি তরুণ। সৌদি আরবে বসবাস করেন। পড়াশোনা করছেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি শাখায়।
মুহইয়াবিন চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে। এ অর্জনে আনন্দিত ও গর্বিত তার পরিবার। পরিবারের ইচ্ছা, একদিন সে দেশের জন্যও খেলবে। মুহইয়াবিন একমাত্র বাংলাদেশি তরুণ যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০