খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রিয়াল মাদ্রিদকে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় জানানো নিয়ে জল্পনা-কল্পনা-গুঞ্জনের শেষ নেই। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর রোনালদো নিজেই কিছুটা আভাস দেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী মেসি-নেইমারের সাথে বেতনের পার্থক্যই রিয়াল থেকে এই বিশ্ব সেরা খেলোয়াড়ের চলে যেতে চাওয়ার কারণ।
তবে পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি লুইস ফিগো মনে করছেন, রিয়াল থেকেই রোনালদোর অবসর নেওয়া উচিত।
রিয়ালের গ্যালাকটিকোসের নক্ষত্র ফিগো মনে করেন ৩৩ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ার শেষ হওয়া উচিত এখানেই। তিনি বলেন, 'রোনালদো এখন পৃথিবীর সেরা ক্লাবে আছে। তার ক্যারিয়ার এখানেই শেষ হওয়া উচিত।'
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফি গড়ে রিয়ালে এসেছিলেন রোনালদো। গত ৯ বছরে ধরেই দারুণ পারফর্ম করে আসছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০