রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে আগামী ২২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে রিজভী আদালতে উপস্থিত হননি। এজন্য আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে, ২০১৫ সালে জানুয়ারি মাসের প্রথম দিকে হরতালে গাড়ি ভাঙচুর ও সহিংসতার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়। তদন্ত শেষে রিজভীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০