খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দলের জন্য রিজভীর যে ত্যাগ যে অবদান তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর লেখা 'সময়ের স্বরলিপি' বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মওদুদ বলেন, এই দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর যে অবদান যে ত্যাগ তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন দেন, উৎসাহ দেন। না হলে কিভাবে সে এখানে দিন কাটায়।
তিনি বলেন, রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনীতে মিশে গেছে। শত অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছেন রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। তিনি দলটাকে পাহারা দিচ্ছেন। সময়ের স্বরলিপি লেখার সময় পেলেন কোথায়। রিজভীর এই অবদান এই দলের কোনো নেতাকর্মী কোনদিন ভুলতে পারবে না।
তিনি আরও বলেন, আমাদের দেশে পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটা যেন পড়েন। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বইটি পড়া আহ্বান জানান তিনি।
মওদুদ বলেন, আমি লিখেছি কিন্তু ছাপতে পারছি না। নিষেধাজ্ঞা আছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০