সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রায়ের সার্টিফায়েড কপি পেয়েছে খালেদার আইনজীবীরা

R khan
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের অনুলিপি (সার্টিফায়েড কপি) হাতে পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শনিবার বিকেলে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামানের আদালত থেকে এই কপি দেয়া হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার পৃষ্ঠার কার্টিজ পেপার আদালতে জমা দেন খালেদা জিয়ার আরেক আইনজীবীরা।

সানাউল্লাহ মিয়া বলেন, আমরা রায়ের কপি হতে পেয়েছি। সোমবার উচ্চ আদালতে আপিল আবেদন করা হবে। আপিলের পর যদি বেগম জিয়ার বিরুদ্ধে কাস্টডি অ্যারেস্ট অথবা প্রোডাকশন অ্যারেস্ট দেয়া হয় তখন সেগুলো প্রত্যাহার করার জন্যও আবেদন করব আমরা। তবে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খালেদা জিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কাস্টডি ওয়ারেন্ট বা প্রোডাকশন ওয়ারেন্ট কিছুই নেই। এমন কোন ওয়ারেন্ট এখন পর্যন্ত তাদের কাছে আসেনি বলেও তারা জানায়।’

আপিল আবেদনের ওকালতনামায় খালেদা জিয়ার সাক্ষর আনতে কারাগারে গেলে কারা কর্তৃপক্ষ এসব তথ্য দেয় বলে জানান তিনি। তবে ওকালতনামাটি জেল সুপারের কাছে জমা রাখা হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রায়ের পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।