নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির। গতকাল শনিবার দুপুরে নগরভবনে মেয়র কক্ষে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কাজ করতে চাই। রাজশাহী মহানগরীর নিচ্ছিদ্র নিরাপত্তায় মহানগরীতে সিসি ক্যামেরা লাগানো হবে। কত সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন,
সেটি নিয়ে আমরা সার্ভে করবো। এ সময় পুলিশ কমিশনার রাজশাহী সিটি কর্পোরেশনের যেকোন প্রয়োজনে সহযোগিতার প্রদানের আশ্বাস দেন। সাক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা চাই মাদকমুক্ত রাজশাহী। এজন্য আমার পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করবো। এ সময় মেয়র ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০