রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নগরীতে আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৪) কর্তৃক ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারা ক্ষমতাবলে আগামী ২১ শে জুন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নির্বাচনের ২ (দুই) দিন পূর্বে থেকে ২৩ শে জুন মোট ৫ দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব বৈধ আগ্নেয়াস্ত্রধারীরা সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০