নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মোট ১৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
বৃহস্পতিবার ২১ জুন মোট ২৯ জন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জন ও কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহণ করেন।
এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকতা আতিয়ার রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ও কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০