নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২০৬ জন মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে নগর আ’লীগের সভাপতি ও মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আ’লীগের সহসভাপতি নওশের আলী।
এদিন, মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। শুরু থেকে রোববার পর্যন্ত রাসিক নির্বাচনে অংশ নিতে মোট ২০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, রোববার মোট ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ১৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০